হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের অভিযোগ, যুবলীগ নেতা কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সজিব নামের এক ভোটার কেন্দ্রে ভোট দিতে গেলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগে আদালতে আপেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

বাদী পক্ষের আইনজীবী মো. কামরুল হাসান রনি বলেন, ‘গত বছরের ২১ জুন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি আসামি পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তাঁর লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেয়। সজিব আরেক সদস্য প্রার্থী কবির হোসেনের লোক হওয়ায় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে, মাথা ফাটিয়ে দেয় প্রধান আসামি আপেলসহ তাঁর লোকজন। পরে সজিব আপেলকে প্রধানসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামলার শুনানির তারিখ থাকায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু