হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় দিনমজুর হত্যায় একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম আমানগন্ডায় পূর্ব শত্রুতার জের ধরে দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিনগর (নদরী পূর্ব পাড়) মো. লিটন (২৬) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের আব্দুস সোবহান তুফান (৫০)। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ২০১২ সালের ৩১ জুলাই বাদীর ভগ্নিপতি দিনমজুর জাহাঙ্গীর হোসেনকে (৫৫) কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২০১২ সালের ১ আগস্ট নিহতের শ্যালক চৌদ্দগ্রাম উপজেলার আগানগন্ডা গ্রামের মো. ফুল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ১৭ জন সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. লিটন মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামি আব্দুস সোবহান তুফান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সোবহান তুফান মিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন মিয়া পলাতক ছিলেন।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে