হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ঘাতক স্বামী। আজ বুধবার শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘির পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা (৫০) পরিবার নিয়ে শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তবে কাউসার মোল্লা দীর্ঘদিন ধরে জুয়া ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৩৫) সঙ্গে তার কলহ চলত। এরই জের ধরে আজ সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান। 

এই ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী কাউসার মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা