হোম > সারা দেশ > কক্সবাজার

মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক অসহায় পরিবারকে মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। 

অভিযুক্ত বুলবুল কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত শেখ মকবুল আহমদের ছেলে। 

লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, বুলবুল নিজেকে সত্যের সন্ধানে জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার সমগ্র বাংলাদেশের উপদেষ্টা পরিচয় দিয়ে একই ইউনিয়নের প্রয়াত হিমাংসু বিমল শীলের নামে ২০২১ সালে মুক্তিযোদ্ধা সনদ আনিয়ে দেওয়ার কথা বলে। তাঁর পরিবার থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার কথা বলে। তবে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় বুলবুল। 

হিমাংসু বিমল শীলের মেয়ে রাধীকা রানী শীল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা হিমাংসু বিমল শীল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু তাঁর নামটি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বাবা বেঁচে থাকতে অনেক চেষ্টা করেছেন তালিকাভুক্ত হওয়ার জন্য। বুকভরা কষ্ট নিয়ে ২০১৯ সালে তিনি মারা যান।’ 

তিনি আরও বলেন, ‘এলাকার সবাই জানে আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার বাবার পরিচিত হওয়ায় ইমরুল কায়েস বুলবুল মুক্তিযোদ্ধার সনদ এনে দেবেন বলে আমাদের কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। অভাবের সংসারে অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে, এই প্রতারকের শাস্তি দাবি করে ইউএনও বরাবর আবেদন করেছি।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল কায়েস বুলবুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হিমাংসু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তাঁর পরিবার কষ্টে দিন যাপন করছেন। তাঁদের সহযোগিতা করতে করেছেন বলে দাবি করেন। 

ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযোদ্ধা সনদ এনে দেওয়ার কথা বলে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাধীকা রানী শীল নামের এক নারী লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু