হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৮: কেটলি–ফুলকপি সমর্থকদের সংঘর্ষ, ইউপি সদস্য ছুরিকাহত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলায় ভোটকেন্দ্রের বাইরে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। একপর্যায়ে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করা হয়। 

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। 

তিনি জানান, ভোট কেন্দ্রের বাইরে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ও কেটলি প্রতীক আব্দুচ ছালামের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সংর্ঘষ জড়িয়ে পড়লে কেটলি প্রতীকের সমর্থক ও আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দের লোকজন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করেন। তিনি ফুলকপি প্রতীকের সমর্থক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় ফুলকপির আরেক সমর্থক ও সারোয়াতলী ইউপি সদস্য সুরেশ চৌধুরী আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আবদুল্লাহ আল নোমান। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেটলির সমর্থক ও ইউপি চেয়ারম্যান কাজলকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তনু দাশ বলেন, ছুরিকাহত পংকজ চন্দকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লেখ্য, চট্টগ্রাম ৮ আসনটি বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক এলাকা নিয়ে গঠিত। এ আসনে বাকি আট প্রার্থী হলেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ (লাঙ্গল), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বাংলাদেশ মো. আবদুন নবী (মোমবাতি), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এস এম ফরিদ (চেয়ার), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আবুল কালাম আজাদ (টেলিভিশন), কল্যাণ পার্টির মো. ইলিয়াছ (হাত ঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের মুহিবুল রহমান বুলবুল (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা (আম), তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা (সোনালী আঁশ)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫৭৩ জন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ