হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে নরকের শাসন প্রতিষ্ঠা করেন: রিজভী

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশে নরকের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই শাসনের অবসান ঘটেছে।’ 

আজ মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের সময় তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ছাত্রলীগ, যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। এখন দেশে শেখ হাসিনার সেই পুলিশ নেই, সেই তাণ্ডব নেই। মানুষ আজ নির্ভয়ে ও স্বাধীনভাবে বসবাসযোগ্য একটি দেশ পেয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি আইনের শাসন চায়। শেখ হাসিনার ওই নরকের শাসন যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ দখলদারি, ভাঙচুর ও মানুষের বাড়িঘর লুটপাট করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’ 

এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার।

উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুর বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, সহসভাপতি তাহমিনা হক পপি, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে