রাঙামাটির কাপ্তাই থানার হাজতের গ্রিল কেটে চুরির মামলার এক আসামি পালিয়েছেন। আজ বুধবার (১১ জুন) সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অলি উল্লাহ। পলাতক আসামির নাম সাগর (২৮)।
ওসি অলি উল্লাহ বলেন, ‘আজ ভোরে সাগর নামের এক আসামিকে আমরা কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। আজ সকাল ৯টায় থানার হাজতের গ্রিল কেটে পেছন দিক দিয়ে পালিয়ে যান সাগর। আমরা তাঁকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।