হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটা আন্দোলন: চট্টগ্রামে সাড়ে ৬ হাজার জনকে আসামি করে চার মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাত সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার নগরীর পাঁচলাইশ থানায় তিনটি এবং খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে চট্টগ্রাম নগরীর ষোলোশহর, দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। 

এর মধ্যে ৭১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মধ্যরাতে পুলিশ নগরীর ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, ‘হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেছে। এ ছাড়া হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইমন ধরের মা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘বিস্ফোরক ও হামলার অভিযোগে দায়ের করা দুই মামলার প্রতিটিতে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে।’ 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।’ 

এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। 

তাঁরা বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় হতাহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই গণগ্রেপ্তার শুরু হয়েছে। 

একইভাবে চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক