হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পেছু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটের পুরোনো সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পেছু মিয়া আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন অটোরিকশাচালক চন্দনাইশের দেওয়ানহাট এলাকার আবুল কালাম (৪৫) এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের স্কুলশিক্ষার্থী আলিফ (১৫)। সে বেগম গুলচেমন আরা একাডেমি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও কক্সবাজারমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুজন গুরুতর আহত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তা ছাড়া পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু