হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পেছু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটের পুরোনো সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পেছু মিয়া আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন অটোরিকশাচালক চন্দনাইশের দেওয়ানহাট এলাকার আবুল কালাম (৪৫) এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের স্কুলশিক্ষার্থী আলিফ (১৫)। সে বেগম গুলচেমন আরা একাডেমি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও কক্সবাজারমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুজন গুরুতর আহত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তা ছাড়া পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি