হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পেছু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটের পুরোনো সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পেছু মিয়া আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন অটোরিকশাচালক চন্দনাইশের দেওয়ানহাট এলাকার আবুল কালাম (৪৫) এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের স্কুলশিক্ষার্থী আলিফ (১৫)। সে বেগম গুলচেমন আরা একাডেমি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও কক্সবাজারমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুজন গুরুতর আহত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তা ছাড়া পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার