হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরে আজ পৌঁছেছেন আরও ১৭১৩ জন রোহিঙ্গা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে ১৩ তম ধাপের দ্বিতীয় দিনে আরও ১৭১৩ জন রোহিঙ্গা পৌঁছেছে। আজ বৃহস্পতিবার নৌ-বাহিনীর ৫টি জাহাজে দুপুর ১২টায় ভাসানচর পৌঁছান তারা। এর আগে গতকাল বুধবার আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু এসে পৌঁছেছে।

আজ আসা ১৭১৩ জন রোহিঙ্গার মধ্যে ১৫৩০ জন নতুন। অন্য ১৮৩ জন ভাসানচর থেকে সম্প্রতি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। 

এ নিয়ে ১৩টি ধাপে ভাসানচরে পৌঁছাল প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গা। প্রতিবারের ন্যায় আজও ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণের বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জায়গা দেওয়া হয়েছে। 

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার সময় রোহিঙ্গারা ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছে। এর আগে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে আসে। 

জানা গেছে, ভাসানচরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এ আশ্রয়ণে পাঠানো হবে ১ লাখ রোহিঙ্গা। 

গত বছরের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলমান রয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার। 

উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। 

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন