হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নুরুল আলমের ছেলে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুবিনুর রহমান রুবেলকে বাড়ি থেকে আটক করে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি, ৩৪টি কার্তুজ, চারটি রাইফেলের গুলি, চারটি ধারালো দাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রুবেল রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান চক্রের ‘ডন’ খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের চাচাতো ভাই। শাহীনকে ৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কক্সবাজারের সাংবাদিক ইব্রাহীম খলিল মামুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু