নোয়াখালী হাতিয়ায় ভূমিহীন মানুষের জন্য নির্মিত ৬০টি ব্যারাক হাউস উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই ব্যারাকের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের পক্ষে লে কমান্ডার তৌহিদুল ইসলাম, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক ও ইউপি সদস্য মিরাজ উদ্দিনসহ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বিরবিরি আশ্রয়ণ নামে প্রকল্পটি বাংলাদেশ নৌ-বাহিনী বাস্তবায়ন করছে। এতে পাঁচ ইউনিট বিশিষ্ট ৬০টি ব্যারাক তৈরি করা হয়। যাতে ৩০০টি পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি পরিবারের জন্য একটি বেড রুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা তৈরি করা হয়েছে। প্রকল্পে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি আধুনিক শৌচাগার তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সরকারি জায়গায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।