হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা সড়কের চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় ছিদ্দিক উল্যাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করতে পারলেও চালক এবং তার সহকারী পালিয়ে যান। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ছিদ্দিক উল্যাহ চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর এলাকার ছায়েদুল হকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে চৌরাস্তা থেকে নাজিরপুর নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন ছিদ্দিক উল্যাহ। সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় মাইজদী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক ছিদ্দিক উল্যাহকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এলে ট্রাকটি রেখে পালিয়ে যান চালক ও সহকারী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’