হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা সড়কের চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় ছিদ্দিক উল্যাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করতে পারলেও চালক এবং তার সহকারী পালিয়ে যান। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ছিদ্দিক উল্যাহ চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর এলাকার ছায়েদুল হকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে চৌরাস্তা থেকে নাজিরপুর নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন ছিদ্দিক উল্যাহ। সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় মাইজদী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক ছিদ্দিক উল্যাহকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এলে ট্রাকটি রেখে পালিয়ে যান চালক ও সহকারী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার