হোম > সারা দেশ > কক্সবাজার

সাগর উত্তাল, পর্যটকদের অনতিবিলম্বে সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে গতকাল ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ।

এদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের আজ বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় পর্যটকদের সার্বিক বিষয় বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন যায়। এসব জাহাজে করে সব পর্যটককে টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ ফাঁড়ি মাইকিং করে পর্যটকদের সতর্ক করতে দ্বীপ ছাড়তে উৎসাহিত করছে।

সেন্ট মার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পর্যটকদের দ্বীপে অবস্থান না করার জন্য অনুরোধ করে মাইকিং করা হচ্ছে।

এদিকে সকাল থেকে কক্সবাজার শহরের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা সমুদ্রসৈকতে পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে। গভীর সাগরে চলাচল করা সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা