হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমারে সংঘাত: ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষাকেন্দ্র সরানোর সিদ্ধান্ত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হচ্ছে। আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, এসএসসি পরীক্ষার মূলকেন্দ্র ছিল ঘুমধুম উচ্চবিদ্যালয়। সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন হয়ে অন্যত্র হচ্ছে। একই ইউনিয়নের ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি ভবনে ৫০২ জন পরীক্ষার্থী আসন্ন ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা দেবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিচ্ছে। ঘুমধুম উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয় ও বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয়। পরে বিভাগীয় কমিশনার ঘুমধুম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন—চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি নুরী আলম মিনার, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তের পরিস্থিতি আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ের আলাপ-আলোচনা হচ্ছে এবং সহসা একটি সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, সীমান্তে রয়েছে আমাদের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু