হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৪টি ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

আটক রবিউল ইসলাম ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও শ্রীখণ্ডী গ্রামের তফছের আলীর ছেলে। 

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের একটি টহল দল জয়পুর বাজারে অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, এক ব্যক্তি বাজার করা ব্যাগের ভেতরে ফেনসিডিল নিয়ে শ্রীখণ্ডী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে গ্রেপ্তার রবিউল ইসলাম ওই ওয়ার্ডের ইউপি সদস্য। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘ইউপি সদস্য রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ (বুধবার) তাঁকে ১৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক মামলা রুজু করা হয়েছে।’ 

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা