হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে গাউছিয়া কমিটির সহায়তায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় এই ঘটনা ঘটে। 

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দীন। 

এলাকাবাসী ও গাউছিয়া কমিটির সূত্রে জানা গেছে, আজ সকাল সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে বোয়ালিয়াকুল সাগর উপকূলে এক অর্ধগলিত ব্যক্তির মরদেহ ভেসে আসে। এ সময় উপস্থিত এলাকার লোকজন বিষয়টি গাউছিয়া কমিটির লোকজনকে জানান। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে সাগর উপকূল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর নৌপুলিশের কাছে হস্তান্তর করেন। 

গাউছিয়া কমিটির ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ নাসির উদ্দীন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সমুদ্র উপকূলে ছুটে গিয়ে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। পরে তাঁরা এই বিষয় নৌ পুলিশকে অবহিত করেন। উদ্ধারের আধঘণ্টা পর নৌপুলিশ ঘটনাস্থলে এলে মরদেহ হস্তান্তর করা হয়। 

কুমিরা নৌ পুলিশের পরিদর্শক মো. নাছির উদ্দীন বলেন, সাগর উপকূল থেকে উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির মরদেহ গাউছিয়া কমিটির সদস্যরা হস্তান্তর করেছে। মরদেহ পচে যাওয়ার পাশাপাশি খসে পড়েছে। এখন থেকে ১৫-২০ দিন আগে তার মৃত্যু হতে পারে। 

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে