হোম > সারা দেশ > কুমিল্লা

ভারতে পালানোর সময় গ্রেপ্তার যুবলীগ নেতা হত্যার আসামি স্বপন কারাগারে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যার ঘটনায় করা মামলায় স্বপন ৪ নম্বর আসামি। তাঁকে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া বর্ডার দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে আমাদের খবর দেয়। আখাউড়া গিয়ে রাতে স্বপনকে তিতাস থানায় আনা হয়।’

রফিকুল ইসলাম আরও বলেন, জহির হত্যা মামলার ১ নম্বর আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া একই মামলার আসামি আরিফ সরকার, ইউসুফ, আব্দুল করিম, শরিফ ও রবি মিয়া গতকাল আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

গত বছরের ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ মীমাংসা করে দেবে বলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে ডেকে আনেন। এ সময় প্রতিপক্ষের লোকজন জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু