হোম > সারা দেশ > ফেনী

তফসিল ঘোষণার সাত দিন পরও মনোনয়ন ফরম না পাওয়ায় প্রার্থীদের ক্ষোভ 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৪ অক্টোবর। তবে তফসিল ঘোষণার সাত দিন পরও মনোনয়ন ফরম দেওয়া শুরু করেনি উপজেলা নির্বাচন অফিস। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন ফরমের জন্য নির্বাচন অফিসে এসে ফিরে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। আজ মঙ্গলবার নির্বাচন অফিসে এসে ফিরে গেছেন কয়েকজন আগ্রহী প্রার্থী। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রার্থীরা। 

পরশুরাম উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শিশির চন্দ্র নাথ বলেন, 'এখনো বিজি প্রেস থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদের মনোনয়ন ফরম সরবরাহ করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার থেকে ফরম বিতরণ শুরু করা হবে।' 

এদিকে ১৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামী লীগ তাদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে দলীয় মনোনয়ন দিয়ে দিয়েছে। দলীয় মনোনয়ন পাওয়া কয়েকজন প্রার্থী জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগে ২২, ২৩, ২৯ ও ৩০ অক্টোবর মোট চার দিন ব্যাংক বন্ধ থাকবে। কার্যদিবস পাওয়া যাবে মাত্র সাত দিন। আর এতে চরম ভোগান্তি পোহাতে হবে বলে ধারণা করছেন প্রার্থীরা। 

প্রার্থীদের অনেকেই অভিযোগ করে বলেন, এই মাসে বেশ কয়েক দিন ব্যাংক বন্ধ থাকবে। চেয়ারম্যান ও মেম্বার পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করা, আয়-ব্যয় হিসাবের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভোটার তালিকার সিডি বাবদ টাকা জমা দিয়ে চালান ফরম সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। 

এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, 'আগামী বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।' 

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে