হোম > সারা দেশ > ফেনী

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

চট্টগ্রামে বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে ফেনীর ফুলগাজী থেকে রওনা দেওয়া বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর হামলা এবং গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আজ বুধবার মিরসরাই নিজামপুর কলেজের সামনে তারা এ হামলার শিকার হন তারা।

ফুলগাজী উপজেলা বিএনপি নেতাদের অভিযোগ, বুধবার সকালে চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিতে উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা কয়েকটি মাইক্রোবাসে করে যাত্রা শুরু করেন। এ সময় গাড়িগুলো মিরসরাই পৌঁছালে সেখানে সরকার দলীয় নেতা–কর্মীদের দ্বারা হামলার শিকার হন তারা। এ সময় বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ‘গাড়িযোগে সমাবেশের উদ্দেশে চট্টগ্রামের রওনা দিলে, মীরসরাই নিজামপুর কলেজের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীরা গাড়িতে অতর্কিত হামলা করে। এতে করে আমাদের সঙ্গে গাড়িগুলো ভাঙচুর করা হয়। আমাদের সঙ্গে থাকা অনেকজন ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি