রাঙামাটির কাপ্তাই লেক থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৬০)। তিনি একই ইউনিয়ন এর বাঁশ কেন্দ্র এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র বলে জানিয়েছেন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান।
ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ আরও জানান, গত শুক্রবার রাতে যেকোনো একসময় বাঁশ কেন্দ্র এলাকায় ওই ব্যক্তি কাপ্তাই লেকে পড়ে যায়। আজ (শনিবার) ফায়ার সার্ভিস ও পুলিশ এর সহায়তায় তিনি সহ স্থানীয়রা ও ইউপি সদস্যরা বেলা সাড়ে ৩টায় জাল দিয়ে বাঁশ কেন্দ্র এলাকার কাপ্তাই লেকের পানিতে তল্লাশি করে ওই বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় দিনমজুর ছিলেন। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।