হোম > সারা দেশ > চট্টগ্রাম

২১ দিন পর মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজুর রহমান মাহফুজ (৪৬) মারা গেছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাহফুজ লোহাগাড়া সদর ইউনিয়নের সরকারপাড়ার মৃত ফৌজুল কবিরের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা অপেক্ষারত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাহফুজ রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজ মারা যান। 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই বাবুল বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত