হোম > সারা দেশ > চট্টগ্রাম

২১ দিন পর মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজুর রহমান মাহফুজ (৪৬) মারা গেছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাহফুজ লোহাগাড়া সদর ইউনিয়নের সরকারপাড়ার মৃত ফৌজুল কবিরের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা অপেক্ষারত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাহফুজ রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজ মারা যান। 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই বাবুল বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ 

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ