হোম > সারা দেশ > কুমিল্লা

মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের চাপায় শিশু নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে