হোম > সারা দেশ > কুমিল্লা

মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের চাপায় শিশু নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার