নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ের ভেতর থেকে আবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন হাটহাজারীর দেওয়াননগর এলাকার নজুমিয়ার ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিকেলে ত্রিপুরাপাড়ার স্থানীয় বাসিন্দারা পাহাড়ের ভেতরে বৃদ্ধের মরদেহটি দেখতে পান। এ সময় তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানালে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। প্রথমে বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে সন্ধ্যায় নিখোঁজ ওই বৃদ্ধের ছেলে থানায় এসে মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।
ওসি মজিবুর রহমান আরও জানান, তাঁরা ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।