হোম > সারা দেশ > কুমিল্লা

তাঁরা ভোট দিতে চান

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

ছবিতে যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এটি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনের শুরু কিংবা মধ্যভাগের নয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগের। এখানে অন্তত ১০০ জনের মতো নারী ভোটার রয়েছেন। কুমিল্লা নগরীর স্বাস্থ্যকেন্দ্রে আসা সবাই নারী ভোটার। 

বেলা পেরিয়ে যাওয়ার পরও এই দীর্ঘ সারিতে কেউ এক ঘণ্টা কেউবা দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। আর এই নারী ভোটারদের সবার চাওয়া পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু বাস্তবতা বলছে, ঘড়ির কাঁটায় ৪টা বাজার সঙ্গে সঙ্গেই ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। ফলে তাঁদের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা তা হয়তো অপূর্ণই রয়ে যাবে। 

এই ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল প্রিসাইডিং কর্মকর্তা আহমদ আনিসুর রহমানের কাছে। তিনি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রের নিচতলা থেকে খবর এল ৬ নম্বর কক্ষে শেষ মুহূর্তে এসে ইভিএম মেশিন বিকল হয়ে গেছে। ওই কক্ষের সামনেও অন্তত অর্ধশত নারী ভোটার অপেক্ষা করছেন। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা বিকল হয়ে যাওয়া মেশিনের বিকল্প মেশিন বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। শঙ্কায় থাকা নারী ভোটারদের জন্য আশার বাণী হলো, ৪টা পাড় হয়ে গেলেও যাঁরা সারিতে আছেন সবাই ভোট দিতে পারবেন। তাড়াহুড়োর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ আনিসুর রহমান এমনটাই জানিয়েছেন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়