হোম > সারা দেশ > ফেনী

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামে মুহুরি নদীতে পানির সেচপাম্প বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয় কৃষকদের বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজ কালিকাপুর সীমান্তে মুহুরি নদীতে সেচপাম্প বসিয়ে জমি আবাদ করছেন স্থানীয় কৃষকেরা। তবে চলতি বোরো মৌসুমে নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। গত এক সপ্তাহ ধরে এ জটিলতায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪০ বছর ধরে এ সেচপাম্পের মাধ্যমে মুহুরি নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক চাষাবাদ করে আসছেন। এবার আমরা সেচ পাম্প বসাতে গেলে ভারতের বিলোনিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানানো হয়েছে।’

সামছুল আলম নামে আরেক কৃষক বলেন, ‘আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে এ সেচপাম্প পরিচালনা করা হয়। বিএসএফের এমন কাণ্ডে প্রায় দুই শতাধিক কৃষক অনিশ্চয়তায় পড়েছেন।’

৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘কৃষকেরা পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিয়েছে। তারা (বিএসএফ) ভেবেছিল বাংলাদেশ অংশে নাশকতার উদ্দেশ্যে কিছু করা হচ্ছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন আর পাম্প বসাতে সমস্যা হবে না।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ