হোম > সারা দেশ > ফেনী

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামে মুহুরি নদীতে পানির সেচপাম্প বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয় কৃষকদের বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজ কালিকাপুর সীমান্তে মুহুরি নদীতে সেচপাম্প বসিয়ে জমি আবাদ করছেন স্থানীয় কৃষকেরা। তবে চলতি বোরো মৌসুমে নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। গত এক সপ্তাহ ধরে এ জটিলতায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪০ বছর ধরে এ সেচপাম্পের মাধ্যমে মুহুরি নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক চাষাবাদ করে আসছেন। এবার আমরা সেচ পাম্প বসাতে গেলে ভারতের বিলোনিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানানো হয়েছে।’

সামছুল আলম নামে আরেক কৃষক বলেন, ‘আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে এ সেচপাম্প পরিচালনা করা হয়। বিএসএফের এমন কাণ্ডে প্রায় দুই শতাধিক কৃষক অনিশ্চয়তায় পড়েছেন।’

৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘কৃষকেরা পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিয়েছে। তারা (বিএসএফ) ভেবেছিল বাংলাদেশ অংশে নাশকতার উদ্দেশ্যে কিছু করা হচ্ছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন আর পাম্প বসাতে সমস্যা হবে না।’

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা