হোম > সারা দেশ > ফেনী

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামে মুহুরি নদীতে পানির সেচপাম্প বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয় কৃষকদের বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজ কালিকাপুর সীমান্তে মুহুরি নদীতে সেচপাম্প বসিয়ে জমি আবাদ করছেন স্থানীয় কৃষকেরা। তবে চলতি বোরো মৌসুমে নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। গত এক সপ্তাহ ধরে এ জটিলতায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

ফেনীর মুহুরি নদীতে পাম্প বসাতে বিএসএফের বাধা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪০ বছর ধরে এ সেচপাম্পের মাধ্যমে মুহুরি নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক চাষাবাদ করে আসছেন। এবার আমরা সেচ পাম্প বসাতে গেলে ভারতের বিলোনিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানানো হয়েছে।’

সামছুল আলম নামে আরেক কৃষক বলেন, ‘আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে এ সেচপাম্প পরিচালনা করা হয়। বিএসএফের এমন কাণ্ডে প্রায় দুই শতাধিক কৃষক অনিশ্চয়তায় পড়েছেন।’

৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘কৃষকেরা পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিয়েছে। তারা (বিএসএফ) ভেবেছিল বাংলাদেশ অংশে নাশকতার উদ্দেশ্যে কিছু করা হচ্ছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন আর পাম্প বসাতে সমস্যা হবে না।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ