কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক মো. মিলন (৪০) নিহত হন। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার আমানগণ্ডা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
নিহত পিকআপচালক মো. মিলন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়াডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরা থেকে ছেড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ফলবোঝাই একটি পিকআপ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা এলাকায় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় এটি। এতে পিকআপের চালক মিলন গুরুতর আহত হন। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত ট্রাকচালকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’