হোম > সারা দেশ > কুমিল্লা

ব্যাডমিন্টন খেলায় দ্বন্দ্ব, মীমাংসা করতে গিয়ে বড় ভাই খুন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

ছুরিকাঘাতে নিহত মো. শফিউল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। আজ শুক্রবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয় (১৮) ব্রাহ্মণপাড়া সদর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার বিকেলে হত্যাকাণ্ডের শিকার শফিউল্লাহর ছোট ভাই মো. সানাউল্লাহর সঙ্গে মশিউর রহমান হৃদয়ের ছোট ভাই রিয়াদ ব্যাডমিন্টন খেলে। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে রিয়াদ ও সানাউল্লাহর মধ্যে ঝগড়া হয়। এ সময় মশিউর রহমান হৃদয় সানাউল্লাহকে মারধর করে। বিষয়টি জানতে পেরে শফিউল্লাহ মারধরের কারণ জানতে হৃদয়ের বাড়িতে যান।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মশিউর রহমান হৃদয় ঘর থেকে ছুরি এনে শফিউল্লার পেটে লাগাতার দুটি আঘাত করেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুরত আহত অবস্থায় শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মশিউর রহমান হৃদয়কে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা