হোম > সারা দেশ > চট্টগ্রাম

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে নিজেই লাশ হয়ে ফিরলেন বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম (৭০)। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসচালক মো. একলাস মিয়াকে (৩৬) আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। 

বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম (৭০) উপজেলার ১২ নম্বর খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। 

আটক একলাস মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. শাহজালালের ছেলে। 

মমিনুলের জামাতা মো. রিদোয়ান বলেন, ‘আজ সকালে উপজেলার জনার্দ্দনপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টুর বাবা আবদুল মান্নানের জানাজা পড়ানোর জন্য গিয়েছিলেন আমার শ্বশুর। জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মস্তননগর বিশ্বরোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির তৃশা পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি।’ 

জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু দত্ত বলেন, তিশা প্লাটিনাম পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এসআই টিপু আরও বলেন, ঘাতক বাস ও চালক মো. একলাস মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু