হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে কুকুরের কামড়ে ১৫ জন আহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ১৫ জন পথচারী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বক্সমাহমুদ এলাকার দক্ষিণ গুথুমার শান্তি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–সাজেদ (৩), আবদুল কুদ্দুস (৩৫), সাদিয়া আক্তার (৯), সামিয়া আক্তার (৩), আরিয়ান (১০), আরিয়ান খাঁন (৪), আবিদ হাসান (৭), মঞ্জুরা বেগম (৫৭), আবদুল কাদের (৫৫), আবদুর রহমান (৯)। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আবদুর রহমান (৯) নামে এক শিশু পৌর এলাকার কোলাপাড়া থেকে উত্তর গুথুমা নানার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় একটি কালো রঙের পাগলা কুকুর হঠাৎ পেছন দিক থেকে তাকে কামড় দিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় ৫০০ টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়েছে।’ সন্ধ্যা ৬টার দিকে সন্তানকে বাসায় নিয়ে যান বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরোয়ারুল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হাসান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ