হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে কুকুরের কামড়ে ১৫ জন আহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ১৫ জন পথচারী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বক্সমাহমুদ এলাকার দক্ষিণ গুথুমার শান্তি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–সাজেদ (৩), আবদুল কুদ্দুস (৩৫), সাদিয়া আক্তার (৯), সামিয়া আক্তার (৩), আরিয়ান (১০), আরিয়ান খাঁন (৪), আবিদ হাসান (৭), মঞ্জুরা বেগম (৫৭), আবদুল কাদের (৫৫), আবদুর রহমান (৯)। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আবদুর রহমান (৯) নামে এক শিশু পৌর এলাকার কোলাপাড়া থেকে উত্তর গুথুমা নানার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় একটি কালো রঙের পাগলা কুকুর হঠাৎ পেছন দিক থেকে তাকে কামড় দিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় ৫০০ টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়েছে।’ সন্ধ্যা ৬টার দিকে সন্তানকে বাসায় নিয়ে যান বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরোয়ারুল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হাসান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে