হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প