হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে ৮ জনকে পুড়িয়ে হত্যা: সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ ১৩০ জনের নামে মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা দেশব্যাপী হরতাল-অবরোধের সময় মিয়া বাজার এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলা চালিয়ে ঘুমন্ত আট যাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানসহ ১৩০ জন নেতা-কর্মীর নামে উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বকর সিদ্দীকের আদালতে হাজির হয়ে নৈশকোচের মালিক আবুল খায়ের মামলাটি দায়ের করেন। কোর্ট ইন্সপেক্টর মুজিবুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
এর আগে এ ঘটনার চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দুটি মামলা করেন। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে দুটি মামলায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৪২ জনকে আসামি করা হয়। মামলাটির বিচার আদালতে চলমান রয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর