হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কেএনএফের ইউনিফর্ম জব্দের মামলায় ৮ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কেনএনএফের জব্দ পোশাক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাহাড়তলীতে পোশাক কারখানা থেকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ হাজার ইউনিফর্ম জব্দের মামলায় আট আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের চতুর্থ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালত পুলিশ পরিদর্শক মো. আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, কেএনএফের ১৫ হাজার পোশাক জব্দের ঘটনায় পাহাড়তলীর থানায় হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা আট আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডে নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে কেএনএফের ১৫ হাজার পোশাক জব্দ করে পুলিশ। এ সময় কারখানার মালিক মতিউর রহমানকে গ্রেপ্তার করে।

এর আগে বায়েজিদ থানায় কেএনএফের বিপুল পোশাক জব্দের ঘটনায় মামলা তদন্ত করতে গিয়ে পাহাড়তলীতে কারখানাটিতে পোশাক তৈরির তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই ঘটনায় নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসের মালিক মতিউর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে গত ১৮ ও ২৬ মে বায়েজিদ থানাধীন অক্সিজেন নয়াহাট ও মোজাফফরনগর এলাকার কারখানা ও গুদাম থেকে কেএনএফের ৩২ হাজার ইউনিফর্ম জব্দের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামিদের পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩ জুন পাঁচ আসামি ও ১৫ জুন তিন আসামিকে পাহাড়তলীতে ইউনিফর্ম জব্দের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পুলিশ এই পর্যন্ত ৪৭ হাজার পোশাক জব্দের কথা জানিয়েছে। যদিও কুকি-চিন এক বিবৃতিতে এই ধরনের পোশাক তৈরির সঙ্গে সংগঠনটি যুক্ত নয় বলে দাবি করেছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক