হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হাতকড়াসহ পালানো দুই আসামি গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । কিন্তু আসামিদের আত্মীয়স্বজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষযটি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আজ সকাল সাড়ে ১০টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে একই এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইন উদ্দিন (৩০) নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং লিটন (২৬) একই গ্রামের আজিজুল হকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কবিরহাটের ফরাজী বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে মাইন উদ্দিন ও লিটনকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় মাইন উদ্দিনের স্ত্রীসহ তাদের আত্মীয়স্বজন একত্রিত হয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফরিদ আহমেদ, কনস্টেবল আরিফুর রহমান, রাসেল হোসেন ও অটোরিকশাচালককে পিটিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। ভাঙচুর করা হয় আমাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতকড়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। গতকাল রাতে আসামি লিটনকে এবং আজ সকালে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা হয়েছে।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ