হোম > সারা দেশ > কক্সবাজার

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন জ্বালানি উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

সাবেক সরকারের আমলের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প–কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।’ 

এ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এক মাসের কয়লা মজুত আছে জানিয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে।’ 

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি নৌপথে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান। বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প