হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ললিতা বালা দাস (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ললিতা বালা কালিমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। দুই ছেলে দেশের বাইরে থাকায় তিনি বাড়িতে একা থাকতেন। 

দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ। তিনি বলেন, ‘বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমানে থাকেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে খেয়ে নিজের বসতঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। আজ শনিবার ভোরে স্থানীয় লোকজন তাঁর ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরসহ ললিতা বালা দগ্ধ হয়ে মারা যান। 

হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে তাঁদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ঘরের ভেতরে থাকা এক নারী পুড়ে ছাই হয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির