খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের বুকজুড়ে রয়েছে প্রশাসনের মালিকানাধীন ধলিয়া লেক। আর এই লেকে চলছে ময়লা-আবর্জনা ফেলা আর দখলের প্রতিযোগিতা। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই লেকের দুই পাড়ে রয়েছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীদের অবৈধ স্থাপনা আর ময়লা-আবর্জনার স্তূপ। লেকের পাড়ে যেসব হোটেল রয়েছে, সেখানকার ময়লা-আবর্জনা ফেলার একমাত্র স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই লেক।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন ও হারুন মিয়া বলেন, ঢাকার বুড়িগঙ্গায়ও হয়তো এত ময়লা-আবর্জনা থাকে না। লেকের পাশে যাদের ঘর-বাড়ি আছে, তাদের টয়লেটের লাইন লেকের মধ্যে দিয়েছে। এই লেক আগে উপজেলার সবার জন্য মাছ উৎপাদনের ক্ষেত্র ছিল। এখন তা মশা উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। লেকের পানি বর্তমানে কালো রং ধারণ করেছে। এই পানি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক বলেন, প্রাচীন এই লেক দখল করে অনেকেই মধ্যখানে চলে গেছে। অন্য এলাকা থেকে ‘কবুলত’ এনে জালিয়াতি করে বস্তি গড়ে তুলেছে। প্রশাসন যদি সরকারিভাবে লেকটি উদ্ধার করে, তাহলে প্রকল্পের আওতায় এনে পর্যটনে পরিণত করা হবে।