হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের ৫টি আসন

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

চাঁদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেশায় রাজনীতিক। তিনি নগদ ২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ২৩৬ টাকার মালিক। বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে বছরে আয় ৬ লাখ এবং টক শো থেকে আয় দেড় লাখ। আগ্নেয়াস্ত্র আছে দুটি। বিগত বছরে তাঁর নামে মামলা ছিল ১৯টি। সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

একই আসনে জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পেশায় শিক্ষক। শিক্ষকতা থেকে বার্ষিক আয় ৬ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন পেশায় ব্যবসায়ী। তিনি নগদ ১ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকার মালিক। আগ্নেয়াস্ত্র আছে ১টি।

একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবিন পেশায় চিকিৎসক। তিনি নগদ ১৬ লাখ ৬২ হাজার ২৮০ টাকার মালিক।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ পেশায় ব্যবসায়ী। তাঁর নগদ রয়েছে ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৩৮৭ টাকা। তাঁর একটি পিস্তল এবং একটি শটগান রয়েছে। রয়েছে একটি গাড়ি।

একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়ার নগদ আছে ১৭ লাখ ৮০ হাজার ৪৭ টাকা।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মো. হারুনুর রশিদ পেশায় ব্যবসায়ী। ২৬ লাখ ৮৫ হাজার ৯৮২ টাকার মালিক তিনি।

এ আসনে জামায়াতের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেশায় শিক্ষক। নগদ ২০ হাজার টাকার মালিক তিনি।

এই আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর নগদ টাকা আছে ৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার ১২২ টাকা। গাড়ি একটি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি প্রার্থী মো. মমিনুল হক পেশায় ব্যবসায়ী। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবুল হোসাইন। তিনি পেশায় শিক্ষক। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। এসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি