হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় হামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় মো. ইয়ামিন (১৮) নামের এক দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৪ জুন) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. প্রিন্স (৩৫) পলাতক। 

এ ঘটনায় ইয়ামিনের মা লিপি বেগম ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ইয়ামিন সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পালবাড়ি এলাকার সোলায়মান হাওলাদারের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, পালবাড়ি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে মো. প্রিন্স এলাকায় উচ্ছৃঙ্খল ব্যক্তি হিসেবে পরিচিত। প্রিন্সের বাসার সামনে ইয়ামিন ছোট একটি পান-সিগারেটের দোকান চালান। প্রিন্স তাঁর দোকানে প্রায়ই সিগারেট বাকি নিতেন। শুক্রবার বিকেলে প্রিন্স ইয়ামিনের কাছে সিগারেট বাকি চান। ইয়ামিন আগের ২১ টাকা না দিলে বাকি দেবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্স ধারালো ছুরি দিয়ে ইয়ামিনের বাঁ হাত কুপিয়ে জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে ইয়ামিনের বাবা সোলায়মান হাওলাদারকেও পিটিয়ে আহত করেন প্রিন্স।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ইয়ামিনের বাঁ হাতে প্রায় ১৩টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। 

ঝালকাঠি সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫