হোম > সারা দেশ > ঝালকাঠি

জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে নলছিটি পৌরসভার খাজুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—রশিদ হাওলাদার (৬৫) তাঁর ছেলে ইমরান হাওলাদার (৩০) ও ইমরানের স্ত্রী ফাহিমা (২৫)। 

আহত রশিদ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার বলেন, ‘উপজেলার খাজুরিয়া এলাকায় আমাদের পরিবারের সঙ্গে জমাজমি নিয়ে ইদ্রিস হাওলাদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে তাঁর ছেলে শহিদ (৩০) ও তাঁর মেয়ে জামাই একত্র হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার বাবা রশিদ হাওলাদার (৬৫) ভাই ইমরান হাওলাদার (৩০) ও ভাইয়ের স্ত্রী ফাহিমাকে (২৫) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

রাসেল হাওলাদার বলেন, এ ঘটনায় আমরা মামলা দায়ের করব। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইদ্রিস হাওলাদারকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা