বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সচিব অবিনাশ বাড়ৈর স্ত্রী সূচন্দা বাড়ৈর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গৌরনদী পৌর সদরের চরগাধাতলী এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সুচন্দা বাড়ৈর স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, গত তিন মাস আগে দ্বিতীয় সন্তান জন্মদানের পর সুচন্দা মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন। তাঁকে মানসিক চিকিৎসক দেখানোর পরেও তাঁর রোগ ভালো হচ্ছিল না। সোমবার দুপুরে পরিবারের সবার অজান্তে ভাড়া বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুচন্দা।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে জানান, সদরের চরগাধাতলী মহল্লার ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সূচন্দা বাড়ৈর ঝুলন্ত মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এ সময় সূচনার স্বামী অভিনাষ বাড়ৈ বাসায় ছিলেন না। পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক অবস্থায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’