হোম > সারা দেশ > বরিশাল

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রত্যাহার 

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। 

জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়। 

ইব্রাহিম ও আহসানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাঁদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে। পরে ডাকাতি ও গরু চুরি  মামলার হুমকি দেন তাঁদের বিরুদ্ধে। 

এ বিষয়টি ঘটনার দিনেই পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন ওই ভুক্তভোগী দুই ভাই। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়। 

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘তদন্ত কেন্দ্রে একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সঙ্গে মমিনুল ইসলামের একটু ঝামেলা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’ 

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে