হোম > সারা দেশ > বরিশাল

শিশু মরিয়ম হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চাচা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আট বছরের মরিয়মের রক্তাক্ত লাশ উদ্ধার করে দশমিনা থানা–পুলিশ। পুলিশ বলছে, মরিয়মকে হত্যার মূল পরিকল্পনাকারী তার মা রিনা বেগম ও চাচা সেন্টু।

এ ঘটনা নিয়ে আজ বুধবার বেলা ১২টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম।

এসপি জানান, মরিয়মকে হত্যার ঘটনায় তার বাবা মো. মকবুল হোসেন মৃধা বাদী হয়ে দশমনি থানায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মরিয়মের চাচা সেন্টু পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মরিয়মের মায়ের সঙ্গে আত্মীয়দের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলমান। তাঁদের ফাঁসাতে অনেক দিন ধরে মরিয়মের মা ও চাচা পরিকল্পনা করে আসছেন।

এসপি সাইদুল ইসলাম বলেন, সেন্টুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়েছে। মরিয়মের মা রিনা বেগমকে আটক করা হয়েছে। সেন্টুকে জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার, পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু।

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর