হোম > সারা দেশ > বরিশাল

মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়া আরও ৪ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে নিখোঁজ ৯ জেলের চারজনের সন্ধান মিলেছে। তাঁদের সাগরে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৫ জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকালে র‍্যাব-৮-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৪ জন জেলেকে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান ও ডাকাত দলটি আটকের জন্য অভিযান চলছে।

এফবি ভাই ভাই নামের ওই ট্রলারটির মালিক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের মনির হোসেন। গত শুক্রবার গভীর রাতে ট্রলারটি পায়রাবন্দর এলাকায় ডাকাতের কবলে পড়ে। গত শনিবার রাতে জলদস্যুর কবলে পড়া ওই ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করা হয়। তাঁরা গুরুতর জখম ছিলেন। এখন তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। 

ট্রলারমালিক মনিরের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ১৮ জন জেলে নিয়ে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে ট্রলারটি। রাত আড়াইটার দিকে ট্রলারটি পায়রাবন্দরের বয়া এলাকায় ডাকাতের হামলার শিকার হয়। এ সময় জেলেদের কুপিয়ে জখম করে প্রায় ৫ লাখ টাকার রসদসামগ্রী লুটে নিয়ে যায় ডাকাতেরা। 

দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘৪ জন জেলেকে তালতলীতে একটি ট্রলার থেকে উদ্ধারের খবর পেয়েছি। তাঁদের পাথরঘাটায় আনা হচ্ছে। এরপর উদ্ধার হওয়া জেলেদের নাম জানা যাবে। বাকিদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা