হোম > সারা দেশ > ঝালকাঠি

টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে চাপা দিল ট্রাক, নিহত ১১ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ঝালকাঠি সংবাদদাতা

বরিশালের ঝালকাঠীতে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল ঘরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠী জেলা সিভিল সার্জন জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাবখান সেতুর টোলঘর সংলগ্ন সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে একটি অটোরিকশাসহ অন্য পরিবহনের কমপক্ষে ১১ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। অপর একটি প্রাইভেটকারও ট্রাকের নিচে চাপা পড়ছে। ওই গাড়িতে শিশুসহ ৬ জন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ১৮ জন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।

টোল ঘরের একজন স্টাফ জানান, টোল দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা, প্রাইভেটকারসহ বেশ কিছু যানবাহন। সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের