হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভোলা প্রতিনিধি

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. জাহিদ (২২) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার গভীর রাতে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে দুই ভাই নিহত হন।

নিহত শিবলু বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী। শিবলু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে ভোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিবলু। জাহিদ ছিলের তাঁর মোটরসাইকেলের পেছনে। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাস্তা সংস্করণের কাজ চলছিল। দিনের বেলায় কাজ শেষে রাস্তার পাশে রোলার গাড়ি রাখা ছিল। এ সময় রোলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন। তাতে ঘটনাস্থলেই শিবলুর মৃত্যু হয়।

এ বিষয়ে ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি