গজারিয়া নদীতে ট্রলার ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে।
নিহতেরা হলেন মাহেনুর বেগম (৫০) ও তাঁর মেয়ে নাসরিন বেগম (২৫)।
ট্রলারের চালক সাহাবুদ্দিন মাঝি জানান, ঢেউ বেশি থাকায় ট্রলারটি কাত হলে যাত্রীরা পড়ে যায়। স্বজনের মৃত্যুর খবরে মা, বাবা, মেয়ে, নাতিসহ অনেকেই সেই ঘটনাস্থলে যাচ্ছিলেন।
স্থানীয় বাচ্চু মেম্বার বলেন, আত্মীয় মারা যাওয়ার খবরে মাঝেরচরের বাসিন্দা কবির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে দড়িরচর খাজুরিয়ায় যাচ্ছিলেন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শহিদুজ্জামান বলেন, ‘মাঝেরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার জন্য ১০-১২ জন ট্রলারটি ভাড়া করে। গজারিয়া নদী উত্তাল থাকায় খাজুরিয়া ইউনিয়নে এটি ডুবে যায়। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে কোস্টগার্ড, পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’