হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রাজেশ রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রুমের ফ্যানের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

নিহত রাজেশ ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার অমল রায়ের ছেলে।

রাজেশ রায়ের বাবা অমল রায় জানান, রাজেশ পরিবারের সদস্যদের কাউকে মানতেন না। এলাকার বিভিন্ন লোকজনকে মারধর ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে এলাকার লোকজনের সঙ্গে বিরোধ হয়। পরে তারা ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, ওই ছেলে তাঁর বাবাকে মারধর করতেন। তাঁর বাবা ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে রাখা হয় এবং তাঁর বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ লিখতে যায়। এই সুযোগে নিজের পরনের লুঙ্গি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় রাজেশ রায়। পরে তাঁকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা