হোম > সারা দেশ > বরিশাল

নিয়ন্ত্রণ হারিয়ে নৌকার ওপর উঠে গেল লঞ্চ, ২ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জে ঘন কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকার ওপর উঠে যাওয়ায় সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

বরিশালের মেহেন্দীগঞ্জে কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ মাছ ধরার পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিল। মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ জেলেরা হলেন পাশের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের বাকিউল্লাহ (৪০) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাকের সিকদার (৩৫)। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী লঞ্চটি ভোররাত চারটার দিকে চরশেফুলী স্টেশনে ভিড়ছিল। লঞ্চটি মাঝনদী থেকে পন্টুনের দিকে যাচ্ছিল। পন্টুনের অদূরে নদীর তীরে বাঁধা ছিল মাছ ধরার কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। ঘন কুয়াশায় লঞ্চটি দিক হারিয়ে নৌকার সারির ওপর উঠে যায়। এতে পাঁচটি নৌকা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন দুজন। 

নৌ-পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লঞ্চ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। যাত্রীদের ট্রলারে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ