হোম > সারা দেশ > বরিশাল

নিয়ন্ত্রণ হারিয়ে নৌকার ওপর উঠে গেল লঞ্চ, ২ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জে ঘন কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকার ওপর উঠে যাওয়ায় সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

বরিশালের মেহেন্দীগঞ্জে কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ মাছ ধরার পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিল। মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ জেলেরা হলেন পাশের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের বাকিউল্লাহ (৪০) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাকের সিকদার (৩৫)। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী লঞ্চটি ভোররাত চারটার দিকে চরশেফুলী স্টেশনে ভিড়ছিল। লঞ্চটি মাঝনদী থেকে পন্টুনের দিকে যাচ্ছিল। পন্টুনের অদূরে নদীর তীরে বাঁধা ছিল মাছ ধরার কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। ঘন কুয়াশায় লঞ্চটি দিক হারিয়ে নৌকার সারির ওপর উঠে যায়। এতে পাঁচটি নৌকা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন দুজন। 

নৌ-পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লঞ্চ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। যাত্রীদের ট্রলারে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। 

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি