হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির নেতা-কর্মীদের ঢল বরিশাল নগরীতে, লোকারণ্য বঙ্গবন্ধু উদ্যান 

খান রফিক, নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।

গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।

একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ